১৭ জুন, ২০২৩ ১৪:১৫
সিসিক নির্বাচন

আনোয়ারুজ্জামানের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আনোয়ারুজ্জামানের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

শনিবার দুপুর ১টার দিকে নগরীর হোটেল নির্বানা ইনের হলরুমে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। 

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদলে, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের ভরপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় আনোয়ারুজ্জামান বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সিলেটেও আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন হয়েছে, যা অতীতে কোনও সরকার করেনি। আমি সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।

ইশতেহারে স্থান পাওয়া ২১ দফা হলো-১. স্মার্ট নগরভবন ২. সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট ৩. জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ ৪. বর্জ্য ব্যবস্থাপনা ৫. পরিকল্পিত নগরায়ন ৬. নিরাপদ স্বাস্থ্যকর সিলেট ৭. দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ৮. শিক্ষা ও সংস্কৃতিবান্ধব সিলেট ৯. নারীবান্ধব সিলেট ১০. ব্যবসা বান্ধব সিলেট ১১. পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা ১২. সচল সিলেট ১৩. মানবিক উন্নয়নে সিলেট ১৪. প্রবাসী বান্ধব সিলেট ১৫. সম্প্রীতির সিলেট ১৬. পর্যটনবান্ধব সিলেট ১৭. সামাজিক অপরাধ নির্মূল ১৮. অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট ১৯. নাগরিকবান্ধব সিলেট ২০. তারুণ্যের সিলেট ও ২১. প্রযুক্তির সিলেট।

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর