২১ জুন, ২০২৩ ০৯:১৭

সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন

সিলেট ব্যুরো

সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন

ফাইল ছবি

গত কয়েক দিন ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেও সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন। এরই মাঝে সিলেটে আজ বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হচ্ছে সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এখন (সকাল ৯টা) পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। ৩০ বছরের বৃষ্টিপাত পর্যালোচনা করে একটি অঞ্চলের স্বাভাবিক গড় বৃষ্টিপাত ধরা হয়। সে হিসেবে সিলেট অঞ্চলে জুন মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৮১৮ দশমিক ৪ মিলিমিটার। তবে গত বছরের জুন মাসে ১ হাজার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে জুন মাসে ১৯ দিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১ হাজার ৮৫ দশমিক ৯ মিলিমিটার। বাকি ১১ দিনে সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনা আছে। গত বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যেতে পারে চলতি মাসে।

সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটের আরও কয়েক দিন ভারী- এমনকি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর