২১ জুন, ২০২৩ ১৩:৪৩

সিসিক নির্বাচনে নতুন ওয়ার্ডগুলোতে আমেজ বেশি

সিলেট ব্যুরো

সিসিক নির্বাচনে নতুন ওয়ার্ডগুলোতে আমেজ বেশি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নতুন গঠিত ওয়ার্ডগুলোতে ভোটের আমেজ বিরাজ করছে। আজ বুধবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে বর্ধিত ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে বিপুল ভোটার দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়ছে।

সিটি করপোরেশনের ৪২ ওয়ার্ডের মধ্যে নতুন ১৫ ওয়ার্ডের মধ্যে একটি নগরীর ৩৫ নং ওয়ার্ডের সৈয়দ জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এই কেন্দ্রে সকাল নয়টায় গিয়ে দেখা গেছে ভোটারদের সরব উপস্থিতি।  এই কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশী লক্ষ করা গেছে।  

৩২ নং ওয়ার্ডের মিরাপাড়া আব্দুল লফিত সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ইসলামপুর বাজারস্থ দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি বেশী। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও কয়েকজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্রে অবাধে প্রবেশ করতে দেখা গেছে। নতুন ১৫টি ওয়ার্ডে ভোটের আমেজ বেশি। কেননা প্রথমবারের মতো ভোটাররা তাদেরে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীদের। 


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর