৫ জুলাই, ২০২৩ ১৫:৪৫

দোয়ারাবাজারে উজানে হ্রাস পেলেও নিম্নাঞ্চলে পানি বাড়ছে

সিলেট ব্যুরো

দোয়ারাবাজারে উজানে হ্রাস পেলেও নিম্নাঞ্চলে পানি বাড়ছে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সোমবার রাত থেকে থেমে থেমে হালকা বৃষ্টিপাত হচ্ছে। ফলে ভারত সীমান্তঘেষা লক্ষীপুর, বগুলাবাজার, সুরমা, বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নসহ উজানের পানি কচ্ছপ গতিতে হ্রাস পেলেও হাওরসহ নিম্নাঞ্চলের পানি ক্রমশ বাড়ছে। আগামী কয়েকদিন অব্যাহত ভারি বর্ষণ ও পাহাড়ি ঢল বিরত থাকলে নিম্নাঞ্চলের পানি হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। 

কেননা আমন ও বুনো আমনসহ অগ্রহায়ণি মৌসুমী ফসলের বীজতলা তৈরি ও বীজ বপনের এখনি শেষ সময়। ইতোমধ্যে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে শতাধিক হেক্টর আমনের বীজতলা বিনষ্ট হয়েছে। এতে চোথে সর্ষেফুল দেখছেন ক্ষয়ক্ষতির সম্মুখিন ভূক্তভোগি কৃষককুল। 

সুনামগঞ্জের পাউবো’র নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, মেঘালয়ের চেরাপুঞ্জিতে অব্যাহত ভারি বৃষ্টিপাত বন্ধ হলে জেলার উপরিভাগের উপজেলাগুলো হতে পানি দ্রুত হ্রাস পাবে। 

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর