৯ জুলাই, ২০২৩ ০৯:৫২

ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা

ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সিলেটে আন্দোলনে নেমেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর এসোসিয়েশন’।

শনিবার সকালে তারা ধর্মঘট, অবস্থান কর্মসূচি ও মিছিল-সমাবেশ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে। 

তাদের দাবির মধ্যে রয়েছে, ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা এবং নিয়মিত বেতন ভাতা প্রদান। 

শনিবার সকাল ১০টায় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর এসোসিয়েশনের ব্যানারে সংগঠনের সদস্যরা ওসমানী মেডিকেল কলেজের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা মিছিল বের করেন। মিছিলটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। 

আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, নিত্যপণ্যের মূল্য উর্ধ্বমূখী। তাদেরকে যে ভাতা দেওয়া হয় তা নিয়ে জীবন যাপন সম্ভব নয়। তাই ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এছাড়া আন্দোলনকারীরা পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর