৯ জুলাই, ২০২৩ ১০:১১

জাফলংয়ে পর্যটকের মরদেহ উদ্ধার, ধলাই নদীতে শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাফলংয়ে পর্যটকের মরদেহ উদ্ধার, ধলাই নদীতে শ্রমিক নিখোঁজ

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে নিখোঁজ এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এছাড়া কোম্পানীগঞ্জের ধলাই নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন এক বারকি শ্রমিক। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

গত বৃহস্পতিবার বিকেলে পরিবরের সাথে জাফলংয় বেড়াতে এসে সাঁতার কাটতে নামেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের বাসিন্দা পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেনের ছেলে আল ওয়াজ আরশ (১৫)। সে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। সাঁতার কাটতে গিয়ে সে স্রোতের টানে তলিয়ে যায়। এরপর পুলিশ, বিজিবি, স্থানীয় পাথর শ্রমিক ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি। শনিবার সকালে তার লাশ নদীতে ভেসে ওঠলে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম। 

এদিকে, গত শুক্রবার রাত ৯টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর উৎসমুখে নৌকা ডুবে অফিস মিয়া (৪৩) নামের এক বারকি শ্রমিক নিখোঁজ হয়। অফিক উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, অফিক মিয়া রাতে বারকি নৌকা নিয়ে ধলাই নদীর উৎসমুখ হতে পাথর আনতে যায়। পাথর নিয়ে আসার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এসময় তার সাথে থাকা ৩ শ্রমিক সাঁতরে পাড়ে ওঠতে পারলেও অফিক মিয়া তলিয়ে যান। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর