১১ জুলাই, ২০২৩ ১৫:৫৩

জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায় : পরিবেশমন্ত্রী

সিলেট ব্যুরো

জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায় : পরিবেশমন্ত্রী

বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন। তিনি বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়। তাই তারা নির্বাচনবিরোধী অবস্থানে থেকে নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। বিএনপি তাদের জনসমর্থনহীনতার ভীতি থেকে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও অযৌক্তিক অপপ্রচার চালাচ্ছে।

পরিবেশমন্ত্রী নির্বাচনী এলাকা মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আজ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এর আগে ঢাকা থেকে মন্ত্রী জুড়ী পৌঁছালে বড়লেখা-জুড়ীর নেতাকর্মীরা গাড়ি ও মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে তাকে স্বাগত জানান।

পথসভায় জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাসের সঞ্চালনায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুক আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ বড়লেখা-জুড়ী উপজেলার আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর