১৮ জুলাই, ২০২৩ ০০:৩০

বিশ্বনাথে পাঁচ ইউনিয়নেই নৌকার ভরাডুবি

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট) :

বিশ্বনাথে পাঁচ ইউনিয়নেই নৌকার ভরাডুবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলার ৪৫টি কেন্দ্রে কোনো বিশৃঙ্খল পরিবেশ ছাড়াই সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের পরাজয় হয়েছে। সব ক’টিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা।

ফলাফলের এমন বিপর্যয়ের জন্যে প্রার্থী নির্বাচন, দক্ষ নেতৃত্ব, দলীয় গ্রুপিং ও সমন্বয়হীনতাকে দায়ী করছেন অনেকেই। দোষারোপ করছেন একে অন্যকে। উপজেলার ৫ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রবাসী শাহ তাজুল ইসলাম মাইকেল (অলংকারি ইউনিয়ন), রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী (রামপাশা ইউনিয়নে), দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওয়াহাব আলী (দৌলতপুর ইউনিয়ন), বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল হিরন (বিশ্বনাথ সদর) ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল (দেওকলস ইউনিয়ন)।

বিশ্বনাথে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের পরাজয়ের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহ আসাদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ায় এমন পরাজয় বরণ করতে হয়েছে। যোগ্য প্রার্থী থাকা অবস্থায়ও আমরা তাদের মনোনয়ন দিতে পারিনি। আগে কেবল প্রার্থীর যোগ্যতা, ব্যক্তিত্বই মুখ্য ছিল। বর্তমানে এসবের সাথে অর্থের সর্ম্পক যোগ হয়েছে। সব মিলিয়ে আমাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া সঠিক ছিল না।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর