২৪ আগস্ট, ২০২৩ ১৮:২৫

মেয়র আনোয়ারুজ্জামানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মেয়র আনোয়ারুজ্জামানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

সাক্ষাৎকালে বৃটেন ও সিলেটের নানা বিষয়ে নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মেয়রের পাঠানটুলাস্থ বাসভবনে আসলে তাকে অভ্যর্থনা জানান আনোয়ারুজ্জামান।

সাক্ষাৎকালে সারাহ কুক গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন- তাঁর নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সিলেটের পরিবেশ উন্নয়নে ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মেয়রকে আশ্বস্ত করেন সারাহ কুক। সেই সাথে ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে নবনির্বাচিত মেয়রের বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনার কথা শুনে প্রশংসা করেন তিনি।

সারাহ কুক সিসিক মেয়রের সাথে আলাপকালে-সিলেটবাসীর অতিথি পরায়ণতারও ব্যাপক প্রশংসা করেন। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাও জানান।

সারাহ তিনি বলেন, ‘সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক এবং আত্মীয়তারও বটে। এখানে আসার পর সবার আতিথ্য ও আন্তরিকতা এবং সিলেটের সৌন্দর্যে আমি মুগ্ধ, উচ্ছ্বসিত।’

পরে মেয়রের পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সিলেটের ঐতিহ্যবাহী চা উপহার দেয়া হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর