১০ নভেম্বর, ২০২৩ ১২:১০

বিশ্বনাথে স্বল্পমেয়াদি আমন ধানের নমুনা শস্য কর্তন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

বিশ্বনাথে স্বল্পমেয়াদি আমন ধানের নমুনা শস্য কর্তন

স্বল্পমেয়াদি আমন ধানের জাত জনপ্রিয় হচ্ছে। সিলেটের বিশ্বনাথে চাষ হওয়া স্বল্পমেয়াদি আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের কৃষক লুৎফুর রহমানের ৯৯ শতক জমিতে ‘বিনা-১৭’ জাতের আমন ধান আনুষ্ঠানিকভাবে আগাম নমুনা শস্য কর্তন করা হয়।     

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা জাকারিয়া হাবীব, স্থানীয় কৃষক ইউসুফ আলী, তৈয়ব আলী, আসাদুর রহমান প্রমুখ।   

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, এ বছর উপজেলায় ১৩ হাজার ২শ ৩০ হেক্টর জমিতে আমন ধান আবাদ সম্ভব হয়েছে। এর মধ্যে বিনা ধান-১৭ চাষ হয়েছে ২শ ৪০ হেক্টর জমিতে। জাতটির জীবনকাল ১শ ১২-১শ ১৮ দিন এবং গড় ফলন ৬.৫ টন পার হেক্টর। এটি আগাম হওয়ায় দ্রুত কর্তন করে সরিষাসহ অন্যান্য রবি ফসল চাষ করা যায়।   

বিডি প্রতিদিন/এএম

 

 

সর্বশেষ খবর