১৫ নভেম্বর, ২০২৩ ২১:৫৩

সিলেটে সড়কে আগুন দিয়ে বিএনপির বিক্ষোভ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সড়কে আগুন দিয়ে বিএনপির বিক্ষোভ, আটক ৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সিলেটে বিক্ষোভ করেছে বিএনপি। নগরীর বারুতখানা পয়েন্ট থেকে মশাল মিছিলটি বের করেন দলটির নেতাকর্মীরা। 

মিছিলটি জিন্দাবাজার আসার পর সড়কে পেট্টোল ঢেলে আগুন দেন তারা। কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটান নেতাকর্মীরা। এসময় জিন্দাবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পথচারীরা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন। 

খবর পেয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। 

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে আতঙ্কের সৃষ্টি করে। পুলিশ জানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তিনজনকে আটক করে নিয়ে যায়। 

এদিকে, এ ঘটনার কিছুক্ষণ পরই জিন্দাবাজারে মোটরসাইকেল শোডাউন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। 

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর