৪ ডিসেম্বর, ২০২৩ ১০:২৭

প্রার্থিতা ফিরে পেলেন জাপা প্রার্থী ইয়াহইয়া চৌধুরী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রার্থিতা ফিরে পেলেন জাপা প্রার্থী ইয়াহইয়া চৌধুরী

ইয়াহইয়া চৌধুরী এহিয়া

সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। 

আয়কর সংক্রান্ত জটিলতায় স্থগিত হওয়ার দুই ঘণ্টা পর আয়কর রিটার্নের কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। 

এর আগে, রবিবার (০৩ ডিসেম্বর) যাচাই বাছাইকালে আয়কর সংক্রান্ত জটিলতায় ইয়াহইয়া চৌধুরী এহিয়ার মনোনয়ন স্থগিত করে রাখা হয়। তথ্য-ডকুমেন্টের ঘাটতি থাকায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার মনোনয়ন  স্থগিত করে রাখেন।

প্রার্থীতা ফিরে পাবার বিষয়ে ইয়াহইয়া চৌধুরী এহিয়া মনোনয়ন বাতিল নয়, স্থগিত করা হয়েছিল উল্লেখ করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মনোনয়ন ফাইলে কর্তৃপক্ষ আয়করের প্রত্যয়ন খুঁজে না পাওয়ায় বিষয়টি কিছু সময়ের জন্যে স্থগিত রেখে ছিলেন। পরে এটি পাওয়ায় তারা আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। আশা রাখি, আমার নির্বাচনী এলাকার জনসাধারণ আমাকে মূল্যায়ন করবেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর