২০ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৩

হজরত শাহজালাল ও শাহ্পরাণ (র.) এর মাজার জিয়ারত শেখ হাসিনার

অনলাইন ডেস্ক

হজরত শাহজালাল ও শাহ্পরাণ (র.) এর মাজার জিয়ারত শেখ হাসিনার

আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করেন। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা সঙ্গে ছিলেন।

শাহজালাল-শাহপরানের পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বুধবার সকালে চায়ের নগরী সিলেট পৌঁছানোর পর দুপুরে রাষ্ট্রীয় প্রটোকল ছাড়া নিজস্ব গাড়ি নিয়ে শেখ হাসিনা প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করেন। সেখানে দেশ ও জাতীর কল্যাণে স্রষ্টার কাছে দোয়া কামনা করেন তিনি। 

হজরত শাহজালালের (র.) মাজারে নারীদের জন্য নির্ধারিত স্থানে শেখ হাসিনা বেশ কিছুক্ষণ অবস্থান করেন। সেখানে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং বিশেষ মোনাজাত করেন। এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নারী নেত্রীরাও উপস্থিত ছিলেন।

পুরুষদের জন্য আলাদা স্থানে থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় এবং সিলেটের নেতারা হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন।

এরপর তিনি দুপুর দেরটার দিকে হযরত শাহ্পরাণ (র.) এর মাজার জিয়ারত করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর