২৪ ডিসেম্বর, ২০২৩ ১৯:৪৮

সরকারি ভাতা দেওয়ার নামে প্রতারণা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সরকারি ভাতা দেওয়ার নামে প্রতারণা, আটক ৩

সরকারি বিভিন্ন ধরণের ভাতা দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন নারী-পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। প্রায় সাড়ে তিনশ’ লোকের কাছ থেকে তারা এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। 

রবিবার সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার রাতে নগরীর দরগাগেইটস্থ হোটেল থেকে জাহাঙ্গীর আলম, জাহানারা বেগম ইকরা ও মুন্নি আক্তার নামের তিন প্রতারককে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা, মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, প্রতারক চক্র নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান করে সাধারণ মানুষকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে প্রলুব্ধ করে। পরে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে ওই চক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে চক্রের তিন সদস্যকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা ৩৫৪ জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর