২ জানুয়ারি, ২০২৪ ১২:২৫

বিশ্বনাথে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

সিলেটের বিশ্বনাথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নে ওই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। 

পুরনো ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। সোমবার (০১ জানুয়ারি) ইউনিয়নের হাসনাজি গ্রামের উত্তরের মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেন গ্রামবাসী। এতে বাহারি রঙ ও নামের ঘোড়া নিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ৬০ জন প্রতিযোগী অংশ নেন।

দর্শনার্থীরা জানান, গ্রামেগঞ্জে এখন আর ঘোড়া চোখেই পড়ে না। আমরা এখন নানা ধরনের বাহন ব্যবহার করি।  এক সময় গ্রামীণ জীবনে পছন্দের বাহন ছিল ঘোড়া। কম বেশি সকলেই ঘোড়া ব্যবহার করতেন। গ্রামে গ্রামে হতো ঘৌড়দৌড়। এটাকে কেন্দ্র করে বিরাজ করতো উৎসবের আমেজ। দীর্ঘ দিন পর গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য উপভোগ করতে পেরে সকলেই আনন্দিত।

আয়োজক কমিটির সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া জানান, প্রায় এক যুগ পর আমরা গ্রামবাসী ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। এতে পুরনো দিনের সেই আনন্দ-আমেজ ফিরে পেয়েছি। আমাদের পূর্ব পুরুষের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর