৬ জানুয়ারি, ২০২৪ ১৯:২৩

সিলেটের ৭৫ কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ৭৫ কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার

প্রতীকী ছবি

শনিবার সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের ১ হাজার ১৩টি কেন্দ্রের মধ্যে ৭৫টিতে ব্যালট পেপার পৌঁছেছে। দুর্গম এলাকা ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শনিবারই কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। 

বাকি কেন্দ্রগুলোতে রবিবার ভোররাত ৩টা থেকে ব্যালট পেপার পাঠানো শুরু হবে। সকাল ৮টায় ভোট গ্রহণের আগেই সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।
 
এছাড়া শনিবার সকাল থেকে নির্বাচন সামগ্রী পাঠানো শুরু হয়। সিলেট জেলা পরিষদ মিলনায়তন থেকে ব্যালটবাক্সসহ নির্বাচন সামগ্রী পাঠানো শুরু হয়। পিকআপ ভ্যানে করে নির্বাচন সামগ্রী পাঠানো হয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে শনিবার থেকে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান বলেন, সিলেটের ৬টি আসনের ভোট কেন্দ্রগুলোতে শনিবার বিকালের মধ্যে ব্যালট পেপার ছাড়া বাকি সব সরঞ্জাম পাঠানো হয়। আগামীকাল রবিবার সকাল ৬টার মধ্যে সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে। তবে দূরত্ব বিবেচনায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনের ৭ উপজেলার ৭৫টি কেন্দ্রে শনিবার ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর