৭ জানুয়ারি, ২০২৪ ১৪:১৬

সিলেট-২: নির্বাচন প্রত্যাখান করলেন জাপা প্রার্থী ইয়াহইয়া

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেট-২: নির্বাচন প্রত্যাখান করলেন জাপা প্রার্থী ইয়াহইয়া

কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখান করেছেন সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) ইয়াহইয়া চোধুরী এহিয়া। আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্বনাথ পৌরশহরে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন করেন তিনি।

প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) শফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ভোটের মাঠে এসেছিলাম। ভেবেছিলাম ভোটের মাঠ পেশীশক্তি মুক্ত এবং আইনশৃংঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে। আজ সকাল থেকেই বিভিন্ন সেন্টারে জাল ভোট দেয়া হচ্ছে। শফিক চৌধুরীর গুন্ডাপান্ডারা আমার ও ট্রাক প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দেয়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনও নীরব ভূমিকা পালন করে। ভোটাররা সেন্টারে প্রবেশ করতে পারছে না। যাবার আগে বলা হচ্ছে তোমার ভোট শেষ হয়ে গেছে। এই পরিবশে পরিস্থিতিতে ভোট থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর