২৮ জানুয়ারি, ২০২৪ ১৯:৩৬

বিশ্বনাথে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে সিলেটের বিশ্বনাথে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের উত্তরের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড় দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত দর্শনার্থীরা। দেশের বিভিন্ন জেলা থেকে বাহারি নাম ও রঙের ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন ১১৫ জন প্রতিযোগী। প্রতিযোগিতা শুরু হলে দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুুখরিত হয়ে ওঠে মাঠ।

দর্শনার্থীরা জানান, আগেকার দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা খুব বেশি প্রচলন ছিল। এখন আর আগের মতো হয় না। অনেক দিন পর আমরা এ প্রতিযোগিতা উপভোগ করলাম। খুব ভালো লাগলো।

আয়োজক কমিটির সদস্য জুবেল মিয়া বলেন, প্রায় ১৫ বছর ধরে আমাদের এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন হয়নি। আমাদের পূর্ব পুরুষদের স্মৃতি ধরে রাখতে এবার আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে দর্শনার্থীদের মনে সেই আনন্দ-উচ্ছ্বাস ফিরে এসেছে। আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি মানুষের সমাগম ঘটেছে। সকলের সাবির্ক প্রচেষ্টায় একটি মনোমুগ্ধকর প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর