৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:২৭

পুলিশ কর্মকর্তার গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, কারাগারে যুবক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পুলিশ কর্মকর্তার গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, কারাগারে যুবক

জিয়া উদ্দিন আহমদ

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখের সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি ও চালককে শারীরিকভাবে লঞ্ছিত করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। 

সোমবার জিয়া উদ্দিন আহমদ (৩২) নামে ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এর আগে গত রবিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর জিন্দাবাজার থেকে তাকে আটক করা হয়। 

আটক জিয়া উদ্দিন আহমদ নগরীর জল্লারপাড় সপ্তদ্বীপা ৩৭ নম্বর বাসার মো. দবির উদ্দিনের ছেলে। 

উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, ছেলের বই কেনার জন্য রবিবার রাত পৌনে ১০টার দিকে জিন্দাবাজার রাজাম্যানশনের দ্বিতীয় তলায় যান তিনি। এ সময় মার্কেটের সামনে সড়কের পাশে গাড়ি পার্কিং করেন তার চালক। গাড়ি পার্কিং নিয়ে তর্কে জড়ায় জিয়া উদ্দিন আহমদ নামের এক যুবক। একপর্যায়ে সে চালককে শারীরিকভাবে লাঞ্ছিত ও গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়। 

আজবাহার শেখ জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর