১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:০৫

পঞ্চগড়ে চায়ে গুণগত মান বাড়াতে কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে চায়ে গুণগত মান বাড়াতে কর্মশালা

চা-এর গুণগত মান বাড়াতে পঞ্চগড়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনের মিলনায়তনে এই কর্মশালা উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান শেখ। 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডন টি একচেঞ্জ এর গ্রুপ চেয়ারম্যান শেখ অলিউর রহমান। বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন প্রকল্প ইউনিটের পরিচালক ড.এ কে এম রফিকুল হক কর্মশালায় সভাপতিত্ব করেন। 

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা কৃষিবীদ আমির হোসেন, পঞ্চগড় স্মল টি গার্ডস এসোসিয়েসনের সভাপতি আমিরুল হক খোকন, সুলতান টি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু, কাজী এন্ড কাজী টি স্টেট এর চিফ এক্সিকিউটিভ অফিসার সাঈদ সোয়েব আহমেদ প্রমুখ। 

দিনব্যাপী এই কর্মশালায় চা চাষি, কারখানা মালিক, ব্রোকার এবং ওয়ার হাউসের মালিক বৃন্দ অংশ গ্রহণ করেন। বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান প্রকল্প উন্নয়ন ইউনিট এই কর্মশালার আয়োজন করে। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর