২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:১৭

ঋণের নামে কৃষকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও!

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

ঋণের নামে কৃষকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও!

সিলেটের বিশ্বনাথে ‘সমাজ কল্যাণ উন্নয় সংস্থা’ নামে একটি এনজিও, হতদরিদ্র অর্ধশতাধিক কৃষককে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ হাতিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন হারে সঞ্চয় জমা দিয়ে ঋণ গ্রহণের দিন গিয়ে অফিস তালাবদ্ধ দেখেন তারা। বন্ধ পাওয়া যায় কতিথ কর্মকর্তাদের ব্যবহৃত মুঠোফোন নাম্বারও। ঘটনাটি বিশ্বনাথ পৌরশহরের কালিগঞ্জ বাজারের। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্বনাথ থানায় অজ্ঞাত প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দু’দিন আগে নিজেদেরকে কর্মকর্তা পরিচয় দিয়ে, কথিত এনজিও ‘সমাজ কল্যাণ উন্ননয় সংস্থা’ সরকার অনুমোদিত দাবি করে কালিগঞ্জ বাজারের রফিজ আলীর বাসা ভাড়া নেয়। ব্যানার টানিয়ে তারা এলাকায় প্রচার করে, কৃষকদের নামমাত্র লাভে ঋণ সুবিধা দেওয়ার। যে ব্যক্তি পাঁচ হাজার টাকা দেবেন তাকে ৫০ হাজার টাকা ঋণ, যিনি ১০ হাজার তাকে এক লাখ ও ২০ হাজার টাকা দিলে দুই লাখ টাকা দেয়া হবে ঋণ। তাদের এই প্রলোভনে পড়ে, বাজার সংলগ্ন ধোপাখলা গ্রামসহ আশপাশ এলাকার হতদরিদ্র অর্ধশতাধিক কৃষক, ঋণের আশায় সঞ্চয় হিসেবে বিভিন্ন সময়ে, বিভিন্ন হারে প্রায় ২০ লাখ টাকা জমা দেন।  

ধোপাখলা গ্রামের মৃত লয়লুছ শেখের ছেলে আবদুন নুর শেখ ২০ হাজার ৫শ’ টাকা, একই গ্রামের খাইরুল ৫ হাজার, কয়ছর ১১ হাজার, আফতাব উদ্দিন ২০ হাজার ৫শ, ছাদ্দক আলী ১৬ হাজার ৫শ টাকা, আছিয়া বেগম ১১ টাকা দিয়েছেন। এভাবে প্রায় ৭০-৮০ জন জমা দেন টাকা। পরে গত ২০ ফেব্রুয়ারি বিকেলে সবাইকে অফিস থেকে একযোগে ঋণ গ্রহণ করতে বলে প্রতারক চক্র। কিন্তুু এর আগেই পালিয়ে যায় প্রতারক চক্র।

ভুক্তভোগীরা জানান, সরল বিশ্বাসে ধারদেনা করে আমরা সকলেই জামানত হিসেবে টাকা দেই। কিন্তু ঋণ নিতে এসে দেখি অফিস তালা দেয়া। তাদের ফোন নম্বরও বন্ধ দেখে আমরা হতাশ হয়ে পড়ি।       
 
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ‘এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর