২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:০৭

ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোরের লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোরের লাশ হস্তান্তর

সিলেটের কানাইঘাট উপজেলা-সংলগ্ন ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোর মাসুম আহমদের (১৫) লাশ হস্তান্তর করা হয়েছে। বিজিবির সদস্যরা বিএসএফের সঙ্গে আলোচনা করে শুক্রবার দুপুরে ওই কিশোরের লাশ বাংলাদেশে নিয়ে আসেন। পরে তাদের উপস্থিতিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহত মাসুম কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত সীমান্তবর্তী বাদশা বাজারে ছিল মাসুম। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুমের লাশ ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে আছে বলে এলাকায় গুঞ্জন রটে। খবর পেয়ে বিষয়টি বিজিবিকে জানানো হয়। বিজিবির মাধ্যমে অবগত হয়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ শুক্রবার লাশটি উদ্ধার করে ফেরত দেয়। তবে মাসুম নিখোঁজ হল কিভাবে, কারা তাকে খুন করল এ সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর