২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:০৭

শ্রীমঙ্গলে ২৮ ফেব্রুয়ারি শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের শুভ দ্বারোদঘাটন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে ২৮ ফেব্রুয়ারি শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের শুভ দ্বারোদঘাটন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চার দিনব্যাপী শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের শুভ দ্বারোদঘাটন ও শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই মহোৎসব শুরু হবে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আশ্রম ও মিশনের সভাপতি একথা জানিয়েছেন।

গত শুক্রবার বিকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসূরে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন  করা হয়। এতে সভাপতিত্ব করেন আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রক্ষচারী।

বন্ধু প্রীতম ব্রক্ষচারী বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব চলবে। এই বিশাল কর্মযজ্ঞে ভারত ও বাংলাদেশের প্রায় দেড় লাখ ভক্ত যোগ দিবেন। 

তিনি জানান, মহোৎসবের অংশ হিসেবে আগামী ১ মার্চ আশ্রম থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে। 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বর্ধন, শিক্ষক জহর তরফদার, রিঙ্কু দেব, সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, দীপঙ্কর ভট্টাচার্য লিটন, এসকে দাস সুমন, নান্টু রায়, আবুজার রহমান বাবলা, হৃদয় শুভ, সালাউদ্দিন শুভ, সাইদুল ইসলাম, আনিছুর রহমান, রূপম আচার্য, রূপক দত্ত প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর