৩০ মার্চ, ২০২৪ ১৬:৫৫

বলাৎকারের ঘটনা নিয়ে সংঘর্ষ, আহত ১১

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বলাৎকারের ঘটনা নিয়ে সংঘর্ষ, আহত ১১

সিলেটে শিশু বলাৎকারের ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- কোম্পানীগঞ্জ গ্রামের ইদ্রিস আলী, মোহাম্মদ আলী, কামাল মিয়া, তাফির আলী, রহমত আলী, কাবিল, মোশাররফ আলী, আলাউদ্দীন, রুমেনা বেগম, রুজিনা বেগম ও মমিনা বেগম। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কোম্পানীগঞ্জ গ্রামের মজনু মিয়া নামের এক ব্যক্তি একই গ্রামের ৯ বছরের এক ছেলে শিশুকে বলাৎকার করে। শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন মজনুর পরিবারের কাছে অভিযোগ দিতে গেলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে অন্তত ১১ জন আহত হন। 

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, শিশু বলাৎকারের ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। নির্যাতিত শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর