শিরোনাম
২২ এপ্রিল, ২০২৪ ০১:০৫

সিলেটে সাড়া কম কোভিড ভ্যাকসিনে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সাড়া কম কোভিড ভ্যাকসিনে

ফাইল ছবি

সিলেট নগরীতে কোভিড-১৯ এর ভ্যাক্সিনের ৩য় ও ৪র্থ ডোজ গ্রহণে সাড়া কম মিলছে। 

রবিবার থেকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডে শুরু হয়েছে ভ্যাক্সিন প্রদান। কিন্তু প্রথম দিন খুব বেশি সাড়া মিলেনি ভ্যাক্সিন গ্রহণে। 

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, রবিবার থেকে করপোরেশনের সকল ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র ও নগরীর কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে কোভিড-১৯ এর ৩য় ও ৪র্থ ডোজ দেওয়া হয়। প্রথম দিন প্রায় ৭শ’র মতো লোক ভ্যাক্সিন গ্রহণ করেছেন। মজুদ সাপেক্ষে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ভ্যাক্সিন প্রদান করা হবে। প্রথম দিন আশানুরূপ সাড়া পাওয়া না গেলেও আগামী কয়েক দিন ভ্যাক্সিন গ্রহীতাদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর