২৩ এপ্রিল, ২০২৪ ২২:১২

ফুটপাতে ব্যবসার বিরুদ্ধে সিসিকের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ফুটপাতে ব্যবসার বিরুদ্ধে
সিসিকের অভিযান, জরিমানা

সিলেট নগরীর ফুটপাতে অবৈধভাবে ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও নির্বাহী হাকিম ফারিয়া সুলতানার নেতৃত্বে নগরীর কালিঘাট, বন্দরবাজার ও তালতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায় প্রতিষ্ঠানের কাছ থেকে ২২ জরিমানা আদায় করা হয়। 

অভিযানকালে সিলেটের সর্ববৃহৎ পাইকাড়ি আড়ৎ কালীঘাট এলাকার পিঁয়াজ এবং আলু ব্যবসায়ীদের সুরমা নদীর পাড়ে ময়লা আবর্জনা না ফেলার নির্দেশ দেন সিসিকের আভিযানিক দল।  

সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, সিসিকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফুটপাতে অবৈধভাবে ব্যবসা করার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানগুলো থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জন ভোগান্তিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর