২৬ এপ্রিল, ২০২৪ ০১:০৬

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজনের প্রাণহানি

প্রতীকী ছবি

সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনরাত সাড়ে ৮টার দিকে  মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে হারুনুর রশীদ ও নেত্রকোনো জেলার কলমাকান্দা উপজেলার বনদীর সাহার ছেলে পার্থ সাহা।  

আহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার চালক রিমন মিয়া, অটোরিকশার যাত্রী নয়ন মিয়া, শাহআলম ও এখলাছুর রহমান।  

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এটিএসআই মো. মোজাম্মলে হোসেন হতাহতদের নাম পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত দুজন এবং আহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।  

স্থানীয়রা জানান, ঘটনার সময় বিপরীতগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বেপরোয়া গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।  

কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শহন কুমার কানু বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর