২৬ এপ্রিল, ২০২৪ ১৯:৩৩

সিলেটে ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া সেই দুই বোনের একজন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া সেই দুই বোনের একজন মারা গেছেন

প্রতীকী ছবি

সিলেট মহানগরীর মজুমদারি এলাকায় ফুফুর বাসায় বেড়াতে এসে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হওয়া দুই বোনের মধ্যে একজন মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় আরেকজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। 

আজ শুক্রবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া রহমান (১৮)। তিনি বিয়ানীবাজার উপজেলার বড়আইল গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। আর আইসিইউতে চিকিৎসাধীন সাদিয়া জান্নাত ইভা (২০) একই উপজেলার বালিঙ্গা গ্রামের সাহেল আহমদের মেয়ে। তারা দু’জনই কলেজছাত্রী ও সম্পর্কে মামাতো বোন। 

সামিয়া ও ইভা ফুফুর বাসায় বেড়াতে আসেন। গত বুধবার বিকেলে তারা বাসার ছাদের উপর থেকে কাপড় আনতে গেলে ছাদঘেঁষা বিদ্যুতের তারে জড়িয়ে যায় সামিয়া। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইভা। আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই সামিয়াকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে প্রেরণ করা হয়। পরবর্তীতে একই হাসপাতালে পাঠানো হয় ইভাকে। 

সামিয়ার মামাতো ভাই দিপু আহমদ জানান, গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া। আর ইভা আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও সংকটাপন্ন। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর