২৭ এপ্রিল, ২০২৪ ২২:৪৭

'উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য হবে'

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

'উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য হবে'

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের মতো উপজেলা নির্বাচনও গ্রহণযোগ্য হবে। সংসদ নির্বাচনের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে বলে আমরা আশাবাদী। কারণ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বেশি থাকে। 

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগাধীন মাঠ প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। 

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরও বলেন, ‘এখানে যেসব কর্মকর্তা আছেন, তারাই গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করেছেন। যারা ওই নির্বাচন করতে পেরেছেন, আমার দৃঢ় বিশ্বাস তারা উপজেলা পরিষদ নির্বাচন একইভাবে করতে পারবেন। তারা প্রতিশ্রুতিও দিয়েছেন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার।’ 

আনিছুর রহমান বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে না চাইলে জোর করে আনা যায় না। তবে ভোটাররা যদি কেন্দ্রে যায়, ভোট দেয় তবে এর কোন প্রভাব পড়বে না। ভোটাররা নিশ্চয়ই নির্বাচন বর্জন করবেন না। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তেমন কোনো সহিংসতা হয়নি বলেও মন্তব্য করেন ইসি আনিছুর। 

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী, আনসার ও ভিডিপি সিলেটের উপপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, জেলা প্রশাসক সিলেট শেখ রাসেল হাসান, পুলিশ সুপার সিলেট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট মো. আবদুল হালিম খান।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর