২ মে, ২০২৪ ২০:৩০

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন কৃষক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন কৃষক

সিলেটের কানাইঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের শফিক হাওরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কৃষকের নাম বাবুল আহমদ (৪৮)। তিনি উপজেলার দক্ষিণ কুয়রেরমাটি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। আহতরা হলেন- একই এলাকার ফাহিম আহমদ (১৭) ও প্রদীপ বিশ্বাস (২০)।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাবুল হাওরে ধান কাটতে যান। এ সময় তার সাথে ছিলেন ভাতিজা ফাহিম আহমদ ও একই এলাকার প্রদীপ বিশ্বাস। বজ্রপাতে তারা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমদকে মৃত ঘোষণা করেন। আহতাবস্থায় ফাহিম ও প্রদীপকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীর ঝলসে গেছে। 

বজ্রপাতে হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর