৯ জুন, ২০২৪ ১৮:২৫

সিলেটে সার্ভার জটিলতায় বন্ধ পাসপোর্ট অফিসের সেবা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সার্ভার জটিলতায় বন্ধ পাসপোর্ট অফিসের সেবা

ঢাকার সাথে সার্ভার সংযোগ না থাকায় সিলেটে বন্ধ রয়েছে পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম। সার্ভার জটিলতার কারণে রবিবার সকাল থেকে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। সার্ভার জটিলতা নিরসন হলে আগামী মঙ্গলবার থেকে ফের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার পাসপোর্ট অফিসে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি টানায় কর্তৃপক্ষ। এতে উল্লেখ করা হয়, ‘ই-পাসপোর্ট ডাটা সেন্টার, ঢাকার সাথে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যা হওয়ায় অত্র অফিস হতে সাময়িকভাবে পাসপোর্ট সেবা প্রদান করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ বিজ্ঞপ্তিতে আগামী ১১ জুন মঙ্গলবার সেবাপ্রার্থীদের পাসপোর্ট অফিসে আসার অনুরোধ জানানো হয়।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক মো. সাহেব আলী জানান, ঢাকার সাথে সিলেট অফিসের সার্ভারের ইন্টারনেট সংযুক্ত। ঢাকা অফিসে ইন্টারনেট সংযোগে সমস্যা হওয়ার কারণে রবিবার সকাল থেকে অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর