১১ জুন, ২০২৪ ২১:২৩

সিলেট মহানগরে পশুর ৮ হাট

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট মহানগরে পশুর ৮ হাট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে সিলেট মহানগরের ৮টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট। নির্ধারিত স্থান ছাড়া অবৈধ পশুর হাট বসালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। 

সিসিক সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে ৫ দিন মহানগরের টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার-সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, শাহী ঈদগাহস্থ খেলার মাঠের পেছনের অংশ, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন ট্রাক টার্মিনালে কুরবানির অস্থায়ী পশুর হাট বসবে। এছাড়া মহানগরের কাজিরবাজারে প্রতি বছরের ন্যায় রয়েছে স্থায়ী পশুর হাট।

সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুন থেকে ৫ দিন সিলেট মহানগরে ৮টি কুরবানির পশুর হাট বসবে। এগুলো ছাড়া অবৈধ কোনো হাট বসতে দেওয়া হবে না। কেউ বসালে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর