১৬ জুন, ২০২৪ ১৯:২২

সিলেটের আকাশে ৬০ ঘণ্টা জ্বলবে ‘ফায়ার-ফ্লো’, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের আকাশে ৬০ ঘণ্টা জ্বলবে ‘ফায়ার-ফ্লো’, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন এর আওতাধীন জালালাবাদ গ্যাস ফিল্ড এলাকা সিলেটের লাক্কাতুরায় গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজ হবে। এ জন্য মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে পরবর্তী ৬০ ঘণ্টা ওই এলাকার আকাশে ‘ফায়ার ফ্লো’ (আগুনের শিখা) দেখা যাবে। 

রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ‘শেভরন বাংলাদেশ জালালাবাদ ফিল্ড’ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শেভরন বাংলাদেশ জালালাবাদ গ্যাস ফিল্ড, লাক্কাতুরা, সিলেট-এর নিয়মিত গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ৬০ ঘণ্টা অগ্নি প্রজ্জ্বলন ব্যবস্থা চলমান থাকবে। গ্যাস কূপ সংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে কর্ম-এলাকার আশেপাশে জনসমাগম পরিহার করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করণে এই গুরুত্বপূর্ণ কাজে সকলকে সহযোগিতা করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর