১৫ জুলাই, ২০২৪ ১৭:৪৮

ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধীকে মারধর, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধীকে মারধর, আদালতে মামলা

ছেলেধরা সন্দেহে সিলেটের গোলাপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবককে মারধরের ঘটনায় আদালতে মামলা হয়েছে। সোমবার সকালে সিলেটের গোলাপগঞ্জ আমলি আদালতে মামলাটি দায়ের করেন শারীরিক নির্যাতনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী আবদুল মজিদের মা চানতেরা বিবি। মামলায় দুইজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

নির্যাতিত যুবক আবদুল মজিদ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বিপক গ্রামের ইউছুফ আলীর ছেলে। 
জানা যায়, গত ৮ জুলাই গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ এলাকায় ছেলেধরা সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী যুবক আব্দুল মজিদকে গণধোলাই দেওয়া হয়। পরে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। গণধোলাইর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। 

আলোচিত মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সাইদুর রহমান।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর