১৩ আগস্ট, ২০২৪ ১৭:৪৪

বিশ্বনাথে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ প্রদর্শনী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ প্রদর্শনী

সিলেটের বিশ্বনাথে চলতি আমন মৌসুমের চারা রোপণ শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। হাতে ধানের চারা রোপণের পাশাপাশি কৃষকরা ব্যবহার করছেন ধান রোপণের আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার।

সোমবার উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে অনুষ্ঠিত হয় রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ প্রদর্শনী ও মতবিনিময় সভা। ওই গ্রামের কৃষক রাজ্জাক মিয়ার জমিতে ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রোপণ কার্যক্রম।

এর আগে, বাড়ির উঠোনে স্থানীয় কৃষকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া আহমদ, সফল কৃষি উদ্যোক্তা মো. লুুৎফুর রহমান, এসিআই মটরস লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মো. ইফতেখার হোসাইন, এরিয়া ম্যানেজার মো. তানজীর হৃদয়, সার্ভিস ইঞ্জিনিয়ার উজ্বল বাগচীসহ স্থানীয় কৃষাণ-কৃষাণী।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর