১৪ আগস্ট, ২০২৪ ১০:১৪

জকিগঞ্জ পৌরসভা: সাড়ে তিন বছর পর মেয়রের চেয়ারে পরাজিত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জকিগঞ্জ পৌরসভা: সাড়ে তিন বছর পর মেয়রের চেয়ারে পরাজিত প্রার্থী

ফারুক আহমদ

আইনী লড়াই শেষে নির্বাচনের প্রায় সাড়ে ৩ বছর পর মেয়রের চেয়ার পেলেন পরাজিত প্রার্থী। গণনায় কারচুপির অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তি শেষে সিলেটের জকিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ। 

আজ বুধবার তার দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে। 

জানা গেছে, ২০২১ সালের ৩০ জানুয়ারি জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল আহাদকে। ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে তাৎক্ষণিক সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ। কিন্তু অভিযোগ আমলে না নেওয়ায় পরদিন নির্বাচন কমিশনে তিনি ভোট পুনরায় গণনার আবেদন জানান। প্রতিকার না পেয়ে তিনি রিট করেন উচ্চ আদালতে। শুনানি শেষে উচ্চ আদালত ওই বছরের ১৪ ফেব্রুয়ারি মেয়র পদে ফলাফল ও গেজেট স্থগিত করে এক মাসের মধ্যে ভোট পুনরায় গণনার নির্দেশ দেন। কিন্তু বিজয়ী ঘোষিত মেয়র আবদুল আহাদ আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। পরে তিনি শপথ গ্রহণ করে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ফারুক আহমদ রিট প্রত্যাহার করে নির্বাচনী ট্রাইব্যুনালের ধারস্থ হন। ট্রাইব্যুনালের আদেশে পুনরায় ভোট গণনা করে ৬ ভোটে ফারুক আহমদকে বিজয়ী ঘোষণা করা হয়। গত ৪ আগস্ট জকিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার ফারুক আহমদকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর