২০ আগস্ট, ২০২৪ ২২:১১

মাঙ্কিপক্স ঠেকাতে সিলেটে নানা প্রস্তুতি, বিমানবন্দরে বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মাঙ্কিপক্স ঠেকাতে সিলেটে নানা প্রস্তুতি, বিমানবন্দরে বিশেষ সতর্কতা

মাঙ্কিপক্স ভাইরাসের ঝুঁকি এড়াতে সিলেটে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রীদের নিয়মিত স্ক্রিনিং করছে বিমানবন্দর মেডিকেল টিম। প্রস্তুত করা হয়েছে আইসোলেশন কক্ষ। এছাড়া সতর্ক করা হয়েছে সব এয়ারলাইন্সকে।

গত সোমবার এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স অপারেটর, সিভিল সার্জন অফিস ও বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে। মাঙ্কিপক্স প্রতিরোধে বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা গেছে, ইতোমধ্যে ওসমানী বিমানবন্ধরে গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। সতর্ক করা হয়েছে সব এয়ারলাইন্সকে। মাঙ্কিপক্সের উপসর্গ আছে এমন কেউ শনাক্ত হলে সঙ্গে সঙ্গে তাকে জনসমাগম থেকে আলাদা  করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বৈঠকে জানানো হয়, বিমানবন্দর মেডিকেল টিম বিদেশ থেকে আগত যাত্রীদের নিয়মিত স্ক্রিনিং করছে। এছাড়া বৈঠকে আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখা, যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানারের দ্বারা স্ক্রিন করা ও লক্ষণযুক্ত যাত্রীদের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর