দেশের উদ্ভুত বন্যাপরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজার টাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণসমগ্রী বিতরণের সিন্ধান্ত নিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জন্মাষ্টমী উদযাপন পরিষদ৷
শুক্রবার (২৩ আগস্ট) রাতে শহরের হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, পৌর শাখা ও হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা।ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি অপু দাশ জানান, দেশে বন্যাপরিস্থিতির কারণে এ বছর শ্রীমঙ্গলে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী আয়োজনের ব্যয় সংকোচন করে বন্যা দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানের দিন শ্রীকৃষ্ণের পূজা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হবে। শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া থেকে কোন শোভাযাত্রা বের করা হবে না।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায় জানান, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবারের জন্মাষ্টমীর পূজার ব্যয় সংকোচন করার৷ এই ব্যয় সংকোচনের টাকা দেশের বিভিন্ন জায়গায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণ করা হবে৷
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ রায়, জহর তরপদার়, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু, কোষাধ্যক্ষ ঝলক দেব রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অলক পাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল আচার্য ও গোপাল দেব প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ