সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্ত্তীকে প্রধান করে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আশিকুর রহমান মজুমদার, অ্যান্ড্রোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. শাহ ইমরান, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. মোখলেছুর রহমান, সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালেদ মাহমুদ, অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক মো. খায়রুল বাশার, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও প্যাথলজি বিভাগের জ্যেষ্ঠ ক্লিনিক্যাল প্যাথলজিস্ট কান্তা নারায়ণ চক্রবর্তী।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া মেডিকেল বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল আছে।প্রসঙ্গত, গত শনিবার সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে আদালতে তোলা হয়। এসময় আদালত চত্বরে তার উপর বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এতে তিনি আহত হন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। স্ক্রোটাল ইনজুরিজনিত কারণে শনিবার রাতে তার অস্ত্রোপচার হয়। এছাড়াও তিনি উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও ডায়াবেটিসে ভুগছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন