১৫ সেপ্টেম্বর, ২০২৪ ২০:০১

সিলেটে সরকারি কর্মকর্তাদের দিতে হবে ‘তুলনামূলক প্রতিবেদন’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সরকারি কর্মকর্তাদের দিতে হবে ‘তুলনামূলক প্রতিবেদন’

সিলেট জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রত্যেক মাসের পাঁচ তারিখের মধ্যে ‘তুলনামূলক প্রতিবেদন’ দিতে হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

তিনি রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ কথা জানান।

তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাজে সার্বিক সহায়তা করতে হবে। এছাড়াও সব ধরনের দুর্নীতি প্রতিরোধ করে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর