হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।
নিহত রুয়েল মিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়মের দৌলতখা আবাদ গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার (১৬ এপ্রিল) বিকেলে বড় ভাই রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে সেই গাছের অংশ ব্যবহার করে জসিম মিয়া টিউবওয়েলের চারপাশে বেড়া তৈরি করতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জসিম মিয়া উত্তেজিত হয়ে একটি গাছের ঢাল দিয়ে রুয়েলের ঘাড়ের পেছনে সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুয়েল।
তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওসমানীতে যাওয়ার আগেই বুধবার দিবাগত মধ্যরাতে সিলেটের নুরজাহান ক্লিনিকের মাজার গেট এলাকায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও অভিযুক্ত জসিমকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ