সিলেটে কলেজছাত্র তুষার আহমেদ চৌধুরী হত্যা মামলার আরও দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকা থেকে পারভেজ ও রাজু দাস নামের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে জাবেদ নামের আরেক আসামীকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে ওই হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করা হলো।
এদিকে, শনিবার পারভেজ নামের আরেক যুবককে নগরীর জিন্দাবাজার থেকে গ্রেফতার করে র্যাব। পরে পুলিশ জানায়, নামের মিল থাকায় ভুল তথ্যের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছিল। রবিবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
গাজীপুর থেকে গ্রেফতার হওয়া দুই আসামী হলেন- সিলেট নগরীর কলবাখানী এলাকার সুনাফর আলীর ছেলে পারভেজ (২০) ও বাগবাড়ি এলাকার সোম লাল দাসের ছেলে রাজু দাস (২৩)।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল রাতে নগরীর শাহীঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজসহ ৯-১০ জন হামলা চালিয়ে খুন করে এমসি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র তুষার আহমদ চৌধুরীকে। তুষার নগরীর রায়নগর এলাকার এডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম