সিলেটে খাল থেকে এক বৃদ্ধের ও দোকানের ভেতর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনা ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশে আইয়ালাবন্দ এলাকার একটি খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, লাশে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে সোমবার বিকেল পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাজারে ঘুরাঘুরি করতেন।
এদিকে, গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার দোকান থেকে রাজিব কৃষ্ণ সরকার (৩৩) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজিব কৃষ্ণ সরকার নেত্রকোনা খালিয়াজুড়ি এলাকার জয় কৃষ্ণ সরকারের ছেলে। তিনি মামার দোকান এলাকায় মিষ্টির ব্যবসা করতেন।
পুলিশ জানায়, রবিবার রাতে একজন ক্রেতা মিষ্টি কিনতে গিয়ে দেখেন দোকানের সার্টার ঠিকমতো লাগানো নয়। ভেতর থেকেও দুর্গন্ধ আসছে। তিনি সার্টার খুলে দোকানের ভেতর রাজিবের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেন।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম