সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪৫) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী (ফেরিওয়ালা) খুন হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের পশ্চিমে পাঁচপীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর (রফিনগর) গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। তিনি সিলেটের জালালাবাদ থানার তেমুখি এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিপেশ তালুকদার বাইসাইকেলে বিশ্বনাথের বিভিন্ন বাজারে ফেরি করে কয়েল-জর্দাসহ নানা পণ্য বিক্রি করতেন। প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায়ও পণ্য বিক্রি শেষে রাত ৮টার দিকে বাসায় ফিরছিলেন। ফেরার পথে পাঁচপীরের বাজারের পশ্চিমে নির্জন সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন। অস্ত্রের মুখে তারা নিপেশ তালুকদারের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।
এসময় নিপেশের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। রক্তাক্ত অবস্থায় বাজারের দিকে দৌড়ে একটি দোকানের ভেতরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন নিপেশ। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই