‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য মো. নানু মিয়া (৪৫) এবং চুনারুঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ দেলোয়ার হোসেন (৩৫)।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
নবীগঞ্জ থানার (ওসি) মো. কামাল হোসেন জানান, গত ১৮ ফেব্রুয়ারি সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারি) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। এ ঘটনার তদন্তে নানু মিয়ার সম্পৃক্ততা পাওয়ায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন (৩৫) কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ