বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

দেশপ্রেম জাগ্রত হোক

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ায় দেশের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। আমরা চাই সব যুদ্ধাপরাধেদের বাংলার মাটিতে বিচার হোক। আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সব তরুণদের উদ্দেশে বলতে চাই, যারা নানা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ব্যবহার করছে, এসব ঠাণ্ডা মাথার খুনিদের পরিণাম ভালো হবে না। ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে পৈশাচিক হত্যাকাণ্ড করেছে, অমানুষিক নির্যাতন করেছে, ভয়ঙ্কর হত্যাকাণ্ড করেছে তাদেরকে কি আমাদের সমর্থন দেওয়া উচিত? আমি রাজনীতি বুঝি না। তবে একটা বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সবসময় সমর্থন করা। জাতির কর্ণধার তরুণ প্রজন্মকে যারা মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচাতে তরুণদের রাস্তায় নামিয়ে দিয়ে আন্দোলনের নামে ঝটিকা মিছিল করে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা চালায়, বেপরোয়াভাবে গাড়ি ভাঙচুর করে, তাদের উদ্দেশ্য কোনো দিন বাস্তবায়িত হবে না। এদেশের তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধের বিচার বাংলার মাটিতে দেখতে চায়। আসুন আমরা দেশপ্রেমে জাগ্রত হই। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করি।

অমিত বণিক, উন্নয়ন কর্মী, কিশোরগঞ্জ।

 

 

 

সর্বশেষ খবর