রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

বাঘা সিদ্দিকী বরাবর

রাজনীতির মাঠে কাদের সিদ্দিকীকে বাদ দিয়ে মুক্তিযোদ্ধা রাজনীতিবিদদের তালিকা তৈরি করলে দশের মধ্যে পাঁচও পাওয়া যাবে কিনা সন্দেহ। যিনি মহান মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা, কাদেরিয়া বাহিনীর প্রধান, গামছার ধারক-বাহকসহ আরও অনেক বিশেষণের অধিকারী। বাঘা সিদ্দিকী আপনার উদ্দেশে ওয়াজ নয়, মৃদু সুরে একটু আওয়াজ জানাই- আপনি প্রায় অনেক দিন যাবৎ টকশো আর লেখালেখি করে যাচ্ছেন। আমি আপনার টকশো'র নিয়মিত দর্শক না হলেও অনিয়মিত পাঠক নই। বেশ কিছু দিন থেকে লক্ষ্য করছি, আপনার কিছু কিছু লেখা ধনুষ্টঙ্কার রোগে ভুগছে। নির্বাচন নিয়ে শিরোনাম হলেও শেষ হয় ভ্যান গাড়ি ঠেলা দিয়ে। প্রসঙ্গের পেটে কাতুকুতু দিয়ে উদ্ধার করেন মহাজোট সরকারের চৌদ্দগুষ্টি। বর্তমান মন্ত্রী-এমপিদের নামে বিষোদগার করলেও সাবেকদের ভাশুর ভাবেন, গণজাগরণীদের লাথি দিয়ে হেফাজতিদের চুমো দেন। যদিও হেফাজত নিয়ে আপনার ঘোর কেটেছে। দেশবাসী জানে কোনো মৌলিক চাহিদা পূরণ বা নিজেকে জাহির করার জন্য আপনি বলেন না বা লিখেন না। এমনকি রাজনীতির ফুটপাত থেকে কেনা বড়ি খেয়েও নয়। তবে এমন হচ্ছে কেন? বার বার পড়েও বজ্রকথনের কিছু কিছু বাঁকা-ত্যাড়া লাইন সোজা করতে পারি না। দেশের প্রধানমন্ত্রীকে না চিনলেও আপনাকে চেনে বংলাদেশের প্রতিটি মানুষ। তাই জাতির এই মহা দুর্দিনে আপনার প্রতিটি কথা হোক ছদ্মবেশীদের জন্য হুঙ্কার আর দুর্নীতিবাজদের জন্য বুলেট হবে, এমনটাই আশা করে দেশবাসী।

মিজানুর রহমান রীজু, গণিত বিভাগ, ঢাকা কলেজ।

 

 

সর্বশেষ খবর