বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ডাক বাক্স চাই

চট্টগ্রাম জেলার অন্তর্গত পাহাড়তলি একটি বর্ধিষ্ণু এলাকা। এখানের অধিকাংশ লোক শিক্ষিত এবং বিভিন্ন স্থানে চাকরিরত। এ ছাড়া এখানে কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চবিদ্যালয় রয়েছে। এলাকাটি এখন সদা কর্মমুখর। কিন্তু দুঃখের বিষয় সংবাদ প্রদানের জন্য এখানে একাধিক কোনো ডাকবাক্স নেই। দূরবর্তী ডাকঘরের সঙ্গে একটি ছাড়া এই এলাকায় আর কোনো ডাকবাক্স নেই। দূরবর্তী ডাকঘরে গিয়ে জনগণকে চিঠিপত্র প্রদান করা যে কত কষ্টকর তা সহজেই অনুমেয়। অথচ এরূপ একটি বর্ধিষ্ণু এলাকায় একাধিক ডাকবাক্স স্থাপন করলে সরকারের আর্থিক ক্ষতির কোনোই সম্ভাবনা নেই। এ অবস্থায় আমরা সমস্যাজনিত এলাকায় ডাকবাঙ্ স্থাপন করার জন্য সর্বনিম্ন আবেদন জানাচ্ছি।

হাসান আহমদ, পাহাড়তলি, চট্টগ্রাম।

 

 

 

সর্বশেষ খবর