শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

আর কত মায়ের কোল খালি হলে...

বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪২ বছর আগে। যে দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন বাংলার অকুতোভয় তরুণ প্রজন্ম, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীসহ সব শ্রেণী পেশার মানুষ। যাদের আত্দত্যাগ শত শত মা-বোনের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল-সবুজের পতাকা। তাদের তাজা রক্তের প্রতিটি রক্ত কণিকার অবদানে রচিত হয়েছে লাল-সবুজের পতাকা বেষ্টিত বাংলাদেশের নাম। স্বাধীনতার ৪৩ বছরে অনেক পথপরিক্রমায় অতিক্রম হয়েছে নানান ঘটনার জন্ম দিয়ে। সম্প্রতি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠনের পথে। পাশাপাশি দেশের ইতিহাসে নানান কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে নতুন বিরোধীদলীয় নেতা হতে যাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ। বর্তমানে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরপরই তাদের কাছে চলে আসে দেশ পরিচালনার ভার। যারা হবেন দেশের নীতিনির্ধারক। তাই নতুন সংসদ সদস্যদের কাছে আমাদের প্রত্যাশাও অনেক। আমরা চাই এ দেশ হোক সবার। যে দেশে থাকবে না সংখ্যালঘুদের ওপর হামলা, বিপর্যস্ত হবে না জনজীবন। ক্ষুদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য চাই আলাদা কোনো উদ্যোগ। যাতে করে বর্তমান সরকার আরও বেশি জনগণকে নিয়ে কাজ করতে পারে। শুধু তাই নয়, সংসদে আইন করে বন্ধ করতে হবে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি। যে দেশে থাকবে না কোন হানাহানি, জ্বালাও পোড়াও ও পেট্রল বোমার মতো অতর্কিত হামলা। রাজনীতিবিদরা বলেন তারা জনগণের জন্য কাজ করেন। এখন সব রাজনৈতিক দলের কাছে আমার প্রশ্ন সত্যিই যদি জনগণের জন্য কাজ করেন, তাহলে পেট্রল বোমায় অগি্নদগ্ধ হয়ে দিনের পর দিন যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে মৃত্যুবরণ করছেন তারা কারা? একটু ভেবে দেখবেন কি? আর কত মায়ের কোল খালি হলে বন্ধ হবে ঘৃণ্যতম কাজ?

মোজাম্মেল হক, কটিয়াদী, কিশোরগঞ্জ।

 

 

সর্বশেষ খবর