বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

গ্যাস সংকটের কবলে বনশ্রী

গ্যাস শব্দটা দুর্লভ কিছু বলে পরিদৃষ্ট হয়। বিশেষ করে রামপুরা বনশ্রীস্থ জনবর্ধিষ্ণু এলাকাতে। এখানে মাঝে মাঝে গ্যাস আসে যা দৈনন্দিন কর্মপ্রবাহে তীব্র প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। অনেক দিন ধরে এলাকার তীব্র গ্যাস সংকট উত্তরোত্তর চরম আকার ধারণ করছে। আশু সমাধানের কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। তাই অত্র এলাকার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত যদি গ্যাস না থাকে তাহলে দৈনন্দিন রান্নার কাজে যেমন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তেমনি গ্যাস যে মাঝে মাঝে আসে তাও প্রতিভাত হয়। এতে গ্যাসের বিকল্প জ্বালানির উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত শ্রেণীর পরিবারগুলোতে নেমে এসেছে চরম দুর্যোগ। অধিকাংশ পরিবারে এখন রান্নার জ্বালানির ব্যবস্থা করতে গিয়ে অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে অসমর্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সংকট উত্তরণের কোনো সম্ভাবনাই পরিলক্ষিত হচ্ছে না। তাই কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এমদাদুল ইসলাম, বনশ্রী, ঢাকা।

সর্বশেষ খবর